Logo
table-post
মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা !
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে চিংড়াখালী গ্রামে আনছার আলী ফকির (৭৬) নামে এক দিনমজুরকে হত্যার হুমকী দেওয়ার কারনে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাতে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে সে মারা যায়। প্রায় ২ মাস নিখোঁজ থাকার পরে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সে তার নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় ফিরে আসে।

আনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘তার স্বামীকে স্থানীয় কিছু লোক মামলায় জড়ানোসহ হত্যার হুমকী দিয়েছিলো। এ কারনে সে টানা দুই মাস নিখোঁজ ছিলো। গত বৃহস্পতিবার মধ্যরাতে বাড়ি ফিরে আসে । তার মুখ থেকে গন্ধ আসছিলো। কিছুদিন পূর্বে তাকে একটি বাহিনী মামলায় জড়ানো ও হত্যার হুমকী দিয়েছিলো। এসব হুমকী থেকে বাঁচতেই হয়তো সে বিষপানে আত্মহত্যা করেছে’। 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। আনছার আলীর মরদেহ পিরোপুর সদর হাসপাতালে রয়েছে। থানায় এখানো কেউ জানায়নি। কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

@bagerhat24.com