বাগেরহাটে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গণ দোয়া ও আলোচনা সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিশেষ গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে এই দোয়া-মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম। এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার এবং অন্যান্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্টের বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুলসহ কয়েক হাজার নেতাকর্মী।
আলোচনা সভার পর মাওলানা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করা হয়। এতে নেতাকর্মীরা একত্রে তাঁর দীর্ঘায়ু ও স্বাস্থ্যকর জীবনের কামনা করেন।
সভা থেকে বিএনপি নেতারা দেশের সকল স্তরের মানুষকে খালেদা জিয়ার সুস্থতার জন্য একসঙ্গে দোয়া করার আহ্বান জানান।
