Logo
table-post
শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাইবার সিকিউরিটি, সাইবার বুলিয়, ফ্যাক্ট চেকিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো: গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজজামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন ও বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দাস। 

সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়। 

 

@bagerhat24.com