কচুয়ায় সাংবাদিকের পিতার মৃত্যুতে শোক প্রকাশ
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের বাসিন্দা অসীম কুমার চক্রবর্তী (৬৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বুধবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন অসীম কুমার চক্রবর্তী। সকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নেন। তবে এর আগেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অসীম কুমার চক্রবর্তী, বেসরকারি টেলিভিশন এসএ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি পার্থ চক্রবর্তীর পিতা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট২৪ ডটকম এর সম্পাদক, খোন্দকার নিয়াজ ইকবাল, স্থানীয় সাংবাদিক শুভংকর দাস বাচ্চু, নকিব মিজানুর রহমান , ফরিদুর রহমান শামিম সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বুধবার বিকেলে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
