Logo
table-post
কচুয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
কচুয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

মঙ্গলবার বিকাল ৩টায় কচুয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সিপিও রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরু, জেলা মহিলা দলের আহবায়ক সাহিদা বেগম, কচুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
 

@bagerhat24.com