ফকিরহাটের পিলজংগ সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া সড়কটি চলাচলের অযোগ্য
01/01/1970 12:00:00পি কে অলোক,ফকিরহাট
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া মানসা বাজার জনবহুল একমাত্র সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির অধিকাংশ স্থানে পিচের কার্পেটিং উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে তা এখন চলাচলে বাঁধা হয়ে দাড়িয়েছে। বছরের পর বছর উপজেলাবাসি জনবহুল এই গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত বা সংস্কার করার জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অফিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করলেও তা এখনও মেরামত করা হয়নী। যে কারনে বাহিরদিয়া-মানসা, নলধা-মৌভোগ, ফকিরহাট সদর, মুলঘর, রুপসার টিএস বাহিরদিয়া, কাজদিয়া, আলাইপুর, পালেরহাট ও আজগড়াসহ বিভিন্ন এলাকার হাজার হাজার জনসাধারনকে পোহাতে হচ্ছে সীমাহিন দুর্ভোগ। আতিদ্রæত সাধুর সাধের বটতলা, বৈলতলী, গাবখালী ভায়া বাহিরদিয়া মানসা বাজার সড়কটি সংস্কারের জন্য স্থানীয় এলাকাবাসি উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবী জানিয়েছেন।
জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গোল চত্তরের পূর্বপাশ দিয়ে সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া মানসা বাজার সড়কটি অবস্থিত। এই গুরুত্বপূর্ণ ও জনবহুল একমাত্র সড়কটি দিয়ে বাহিরদিয়া-মানসা, নলধা-মৌভোগ, ফকিরহাট সদর, মুলঘর, রুপসার টিএস বাহিরদিয়া, কাজদিয়া, আলাইপুর, পালেরহাট ও আজগড়াসহ বিভিন্ন এলাকার হাজার হাজার জনসাধারন চলাচল করে থাকেন। বেতাগা পশুরহাট, টাউন নওয়াপাড়া পান বাজার (ঘোষের হাট), পিলজংগ বলাই ঘোষের দোকান পান বাজার (ভালোর দোকান), চুলকাটি বাজার, সিএন্ডবি বাজার এমনকি বাগেরহাট জেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা হিসাবে এই রাস্তাটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। ঐ অঞ্চলের অধিকাংশ ব্যাসায়ীরা পান ও গরু ক্রয়-বিক্রয়ের জন্য বেতাগা পশুরহাট ও টাউন নওয়াপাড়া পান বাজারে (ঘোষের হাট), এসে থাকেন। কিন্তু রাস্তাটি গত দুই/তিন বছর যাবৎ সংস্কার বিহীন পড়ে থাকায় জনগনকে চরম দুর্ভোগের মধ্যদিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় হুমায়ুন কবির, জাহাংগীর হোসেন ও নাজমুল হাসানসহ একাধিক ব্যক্তিরা বলেছেন, সাধুর সাধের বটতলা ভায়া বাহিরদিয়া মানসা বাজার ৫কিলোমিটার সড়কটির গাবখালী বাজার হতে সাতবাড়িয়া তেমাথা (বিল্লাল এর দোকান) পর্যন্ত প্রায় আধাকিলোমিটার রাস্তা ভাল রয়েছে। বাকি সাড়ে ৪কিলোমিটার রাস্তা অত্যান্ত নাজুক অবস্থা। সড়কটির বৈলতলী, সাতবাড়িয়া ও বাহিরদিয়া গ্রামের বেশ কয়েক জায়গায় বড়বড় গর্ত। শুধু তাই নয়, বৈলতলী ও বাহিরদিয়া সহ বেশ কয়েকটি স্থানে রাস্তা ভেঙ্গে পূর্বপাশের্^র জোলার (ছোট্ট খাল) মধ্যে চলে যাওয়ার উপক্রম হয়েছে।
সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করার সময় তা উল্টে ছোট্ট নদীতে গিয়ে পড়তে পারে। এঅবস্থায় রাস্তাটি দ্রæত মেরামত বা সংস্কার করার জন্য স্থানীয় এলাকাবাসি উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
