Logo
table-post
বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা: প্রতিটি ইউনিয়নে পাঁচটি মামলা নিষ্পত্তির লক্ষ্য
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বলেন, “প্রত্যেক ইউনিয়ন পরিষদে কমপক্ষে পাঁচটি করে মামলা নিষ্পত্তির লক্ষ্য অর্জন করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করে তৃণমূল পর্যায়ে মানুষের আইনি সেবা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক ডা. মোঃ ফখরুল হাসান। এতে বাগেরহাট জেলার নয়টি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৭৫টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সরকার শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, পিএফএ এবং উপজেলা সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, “গ্রাম আদালত উচ্চ আদালতের মামলার জট কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এজন্য প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।”

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক নাজমুল হাসান।

@bagerhat24.com