Logo
table-post
এবারের নির্বাচন হবে দুর্ণীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে: নুরুল ইসলাম সাদ্দাম
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে দুর্ণীতি, ধর্ষক ও চাঁদাবাজদের বিরুদ্ধে। এ দেশে আর  ফ্যাসিষ্ট তৈরী হতে পারবেনা। আওয়ামী লীগের ন্যায় ভোট ডাকাতি করে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। খুনিদের পুর্নবাসনের জন্য জুলাই বিপ্লবে ছাত্র-জনতা জীবন দিয়ে খুনি হাসিনা ও লুটেরাদের তাড়ায়নি। সৎ ও যোগ্য মানুষ এবার সংসদে যাবে’। আসন্ন নির্বাচন উপলক্ষে শুক্রবার(৫ ডিসেম্বর) বাগেরহাটের মোরেলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্র-যুব গণজমায়েতে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ছাত্র শিবির নেতা সাদ্দাম আরও বলেন, আগামি নির্বাচনের পূর্বে গণভোট ও  জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। অন্যথায় দেশে আবার সেই খুনির দল ভিন্ন মুখোশে ভর করবে। চাঁদাবাজদের তাড়নায় দেশ দ্রুত অস্থিতিশীল হয়ে উঠবে। সাধারণ মানুষ তা মেনে নেবেনা।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন পরিচালনা কমিটি বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে ছাত্র-যুব গণ জমায়েত এ আয়োজন করে। জমায়েতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

সভাপতিত্ব করেন- জেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন- আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি এ্যাটর্নি জেনারেল গাজী এম এইচ তামিম, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, অ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ও হাফেজ সুলতান আহমেদ।  

এ ছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, শরণখোলা উপজেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম কবির, কচুয়া উপজেলা আমীর রফিকুল ইসলাম ও জেলা ছাত্র শিবির সভাপতি হাফেজ মোরশেদ আলম বক্তৃতা করেন। 
 

@bagerhat24.com