Logo
table-post
বাগেরহাটে যুক্তরাজ্যের চিকিৎসকের ফ্রী-চিকিৎসা পেলেন অর্ধ-সহস্রাধিক রোগী
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাটে অর্ধ সহস্রাধিক রোগী নাক-কান-গলার চিকিৎসা পেলেন বিনামূল্যে। যুক্তরাজ্যের প্রতিথযশা ইএনটি চিকিৎসক বাগেরহাটের কৃতিসন্তান ড: এস এম জামালুর রহমান এ চিকিৎসা সেবা প্রদান করেন। বাগেরহাট ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ২ দিনব্যাপী বুধ ও বৃহস্পতিবার এ সেবা প্রদান করা হয়। নাক-কান-গলার অনেক জটিল রোগী এখানে বিনামূল্যে প্রতিথযশা চিকিৎসকের সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

বাগেরহাট ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে এ সেবা প্রদানের উদ্ভোধনী পর্বে বাগেরহাটের কৃতিসন্তান ড. এস এম জামালুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান, সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল সরদার, সাধারণ সম্পাদক মহিতুল ইসলাম, অর্থ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন মজনু, সদস্য আলহাজ্জ্ব হাবিবুর রহমান, হুমায়ুন কবির, সরদার নাসির উদ্দিন লোনি, তাপস সাহা, ডা. এম এ মান্নন, ডা. আয়শা সিদ্দিকা তুবা, শামিমা আক্তার, লন্ডন প্রবাসী শেখ আলিম প্রমুখ।

এখানে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে নাক-কান-গলার রুগীরা সেবা নিতে  আসেন। শামীমা বেগম, আরতী দাস ও মোঃ টুটুল-সহ সেবা পেয়ে অনেক রোগী বলেন, এত বড় বড় চিকিৎসকদের সেবা নিতে পেরে আমরা খুব খুশী। বাগেরহাটে বসেই সেবা পেলাম, তাও বিনামূল্যে। খুব ভাল লেগেছে।

বাগেরহাটের কৃতিসন্তান ৮৫ বছর বয়সী এস এম জামালুর রহমান বলেন, মানবসেবার ব্রত নিয়ে চিকিৎসা সেবার যুক্ত হয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই। মানব সেবাই সব চেয়ে বড় সেবা। মানবিক মানুষ হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আর যে মাটিতে জন্মেছি, সেখানে এ ধরণের সেবা করতে পারা আমার জন্য গর্বের।’ তিনি বাগেরহাট ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দকে এ ধরণের উদ্যেগ গ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান বাগেরহাট ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক মহিতুল ইসলাম বলেন, বাগেরহাট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে বিনামূল্যে এ সেবা প্রদান কার্যক্রম করতে পেরে আমরা অশেষ শুকরিয়া আদায় করছি।’ তিনি বিশেষজ্ঞ চিকিৎসক এস এম জামালুর রহমান এর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 

@bagerhat24.com