Logo
table-post
রামপালে মোবাইল কোর্টের অভিযান: অনিয়মে ‘বিসমিল্লাহ বেকারি’কে জরিমানা
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফয়লা বাজারের বিসমিল্লাহ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১টি মামলা দায়ের করা হয়। ওই সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বেকারিটিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

খাদ্য নিরাপত্তা, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজারে ন্যায্যতা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য।

স্থানীয় ভোক্তারা মোবাইল কোর্টের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত অভিযান বাজারে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

@bagerhat24.com