Logo
table-post
বাগেরহাট প্রেসক্লাবের সভায় প্রতিশ্রুতি: সত্য প্রকাশে অবিচল থাকার অঙ্গীকার
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা সন্ধ্যায় শহরের রেল রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর সোহেল। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শিকদার রেজাউল কবির, শ্যামল চন্দ্র ঘোষ, তিশা খানমসহ আরও অনেক সদস্য।

সভায় সভাপতির বক্তব্যে মাসুম হাওলাদার বলেন, সাংবাদিকতার মূল শক্তি সত্য। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা শুধু তথ্যই দেন না, বরং দেশের উন্নয়নেও ভূমিকা রাখেন। তিনি সতর্ক করে বলেন যে, হলুদ সাংবাদিকতা বা যাচাইহীন মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতার জন্ম দেয়। তাই সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরি।

অন্যান্য বক্তারা বলেন, প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সমাবেশ নয়, এটি একটি সামাজিক দায়িত্ববোধের প্রতীক। এখান থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, মানুষের পাশে দাঁড়ানো এবং সত্য প্রকাশে নির্ভীক থাকার অঙ্গীকার প্রতিনিয়ত পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা আরও জানান, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিময় করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

সভা শেষে সদস্যরা ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতি ব্যক্ত করেন—সত্য, ন্যায় ও পেশাদারিত্বকে সামনে রেখে সাংবাদিকতার পথচলা অব্যাহত থাকবে।

 

@bagerhat24.com