Logo
table-post
বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন: অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরলেন নেতারা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের নেতারা সংগঠনের অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের একাংশের সভাপতি আবুল কাশেম সেলিমভূইয়া লিখিত বক্তব্যে জানান, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর পূর্বে সংগঠনটিকে বৈধ ঘোষণা করলেও পরবর্তীতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে অবৈধ ঘোষণা করিয়েছে। তাদের উদ্দেশ্য ইউনিয়নের সুষ্ঠু কার্যক্রমে বাধা সৃষ্টি করা।

তিনি বলেন, “শ্রমিকদের দাবির প্রেক্ষিতে শ্রম অধিদপ্তরের অধীনে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে আমি সভাপতি এবং শেখ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদকসহ ১৩ সদস্য বিশিষ্ট বৈধ কমিটি গঠন করা হয়। কিন্তু বিপক্ষ পক্ষ বাস মালিক সমিতির নামে অবৈধভাবে চাঁদা উত্তোলনসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

আবুল কাশেম সেলিমভ’ইয়া আরও বলেন, চলমান সংকট মোকাবিলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সম্প্রতি বাগেরহাটের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে, যা তাদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগিয়েছে।

তিনি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আমরা চাই শ্রমিকদের অধিকার সুরক্ষিত হোক। দায়িত্বশীলভাবে ইউনিয়ন পরিচালনায় সকলের সমর্থন প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

@bagerhat24.com