Logo
table-post
বাগেরহাটের চার আসন পুনর্বহাল: ইসিকে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ
01/01/1970 12:00:00

 স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিন করার যে সিদ্ধান্ত নিয়েছিল, পূর্ণাঙ্গ রায়ে সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্গ শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৬১ পৃষ্ঠার রায়ে এ নির্দেশ দেন। রায় প্রকাশের পর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এর আগে ১০ নভেম্বর অন্তর্বর্তী আদেশে আদালত ইসির তিন-আসনের গেজেট বাতিল করে বাগেরহাটের চার আসন আগের মতোই বহাল রাখার নির্দেশনা দিয়েছিল। এখন পূর্ণাঙ্গ রায়েও একই সিদ্ধান্ত বহাল রাখা হলো।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত ইসির চূড়ান্ত গেজেটে বাগেরহাটকে চার থেকে তিন আসনে নামিয়ে আনা হয়। সেই গেজেট অনুযায়ী—

  • বাগেরহাট-১: সদর–চিতলমারী–মোল্লাহাট

  • বাগেরহাট-২: ফকিরহাট–রামপাল–মোংলা

  • বাগেরহাট-৩: কচুয়া–মোরেলগঞ্জ–শরণখোলা

তবে আদালতের রায় অনুযায়ী আগের চারটি আসনই বহাল থাকবে—

  • বাগেরহাট-১: চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট

  • বাগেরহাট-২: সদর–কচুয়া

  • বাগেরহাট-৩: রামপাল–মোংলা

  • বাগেরহাট-৪: মোরেলগঞ্জ–শরণখোলা

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, নির্বাচন কমিশনকে এখনই নতুন করে চার আসনের গেজেট প্রকাশ করতে হবে।

 

@bagerhat24.com