অভয়ারণ্যে নিষিদ্ধ খালে মাছ ধরতে গিয়ে নৌকা-জালসহ ১০ জেলে আটক
01/01/1970 12:00:00মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্য এলাকার নিষিদ্ধ খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে জালসহ ৫টি নৌকা। আটক জেলেদের বুধবার (৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি বিশেষ অভিযান চালিয়ে শেলারচর টহল ফাঁড়ির বনাঞ্চলের চানমিয়ার খালে তিনটি জেলে নৌকাসহ ৬ জেলে এবং কালামিয়ার খালে দুটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেন। আটককৃত জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার প্রস্তুতি নিয়েছিলো। আটক জেলেদের মধ্যে ৮ জনের বাড়ী খুলনার কয়রা ও ২ জেলের বাড়ী শরণখোলায় বলে বনরক্ষীরা জানান।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনের অভয়ারণ্যে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে মামলার আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
