Logo
table-post
শরনখোলায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
01/01/1970 12:00:00

শরণখোলা  প্রতিনিধি

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই স্লোগানে শরণখোলায় ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শরণখোলা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১:০০ টায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বর্ণাঢ্য র‍্যালীতে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন এনজিও প্রতিনিধি  ও প্রতিবন্ধী ব্যক্তিগণ। বর্ণাঢ্য র‍্যালী শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় প্রতিবন্ধী ব্যক্তিরা ও উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন।

এ সময় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা না। প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আত্মস্বাবলম্বী করে গড়ে তুললে সমাজ ও দেশের জন্য সামাজিক সম্মানসহ দক্ষ মানবসম্পদে পরিনত হবে।

@bagerhat24.com