Logo
table-post
ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের ছাগল বিতরণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে ছাগল, খাবার ও ঔষুধ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত¡রে এসব জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। 

এদিন উপজেলার ৭টি ইউনিয়নের ১০জন সুফলভোগী প্রান্তিক জেলেকে ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, মাঠ সহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ ও কমলেশ দাশসহ অন্যান্যরা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায়  ১০জন জেলেকে ৪টি করে ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া খাবার হিসেবে ভ‚ষি ও ভুট্টার গুড়া সহ ঔষুধ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব জেলেদের ছাগল বিতরণ করা হয়েছে। এই ছাগল পালন করে তারা আর্থিক ভাবে অনেক লাভবান করতে পারবেন। 
 

 

@bagerhat24.com