Logo
table-post
বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ফকিরহাট স্বেচ্ছাসেবক দলের  দোয়া মাহফিল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল সোমবার (১লা ডিসেম্বর) আসরবাদ ফকিরহাট মডেল মসজিদ অভ্যান্তরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ ও মোড়ল কামরুজ্জামান। 

এতে আরো উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এসএম লিপু, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদ মালঙ্গী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল কবির মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক শরিফ সরদার, রাজু মীর ও সোহেলুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন ফকিরহাট মডেল মসজিদের খতিব মাওলানা মোহম্মদ মাহমুদুল হাসান কামরুল। 
 

@bagerhat24.com