কচুয়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মীভূত
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলার হাজরাখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন-আব্দুল মজিদ খান, রিপন খান ও শেখ আলী আহম্মদ।
তাদের দোকানে থাকা মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন এবং স্থানীয়দের দাবি, দ্রুত পুনর্বাসনসহ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।
