মোংলা বন্দরের সেরা কর্মকর্তা সম্মাননায় আবারও শীর্ষে মাকরুজ্জামান
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেরা কর্মকর্তার স্বীকৃতি পেয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান। এটি তার দ্বিতীয়বারের মতো একই সম্মাননা অর্জন, এর আগে ২০২২ সালে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও তিনি একই পুরস্কার লাভ করেন।
সোমবার (১ ডিসেম্বর) বন্দরের স্টাফিং-আনস্টাফিং শেডে আয়োজিত আলোচনাসভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। তিনি মাকরুজ্জামানের হাতে সেরা কর্মকর্তার পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বন্দর ব্যবহারকারী হিসেবে সর্বোচ্চ জাহাজ কয়লা, সার, মাসুল প্রদান, কন্টেইনার, সাধারণ পণ্য ও গাড়িবাহী জাহাজ আনয়নকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১৩ কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও পিআরএল ভোগরত ৫৬ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায়ী সম্মাননা দেওয়া হয় এবং উপস্থিতদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নানা আয়োজনে মুখর ছিল পুরো মোংলা বন্দর। দিনব্যাপী অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা প্রদান, ডকুমেন্টারি প্রদর্শনী, বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা এবং নানা সাংস্কৃতিক আয়োজন। প্লাটিনাম জয়ন্তীর এই আয়োজন বন্দরের ইতিহাস ও অর্জনকে নতুনভাবে তুলে ধরে।
মোংলা বন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের মতে, মাকরুজ্জামানের নিষ্ঠা, নেতৃত্ব ও দক্ষতা বন্দরের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার এই অর্জন মোংলা বন্দরের গৌরবকে আরও সমৃদ্ধ করেছে।
