‘আমরাই পারি’ জোটের দুই সংলাপ অনুষ্ঠিত
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
বাগেরহাটে জেণ্ডার সমতা ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ে “নাগরিক” প্রকল্পের আওতায় আমরাই পারি জোট, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও উদয়ন বাংলাদেশ যৌথভাবে দুটি সংলাপ করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) ধানসিঁড়ি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেণ্ডার সমতা বিষয়ক সংলাপে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব।
সংলাপে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন এবং রামপাল উপজেলার সদর ও গৌরম্ভা ইউনিয়নের নাগরিক ফোরাম, বিভিন্ন এনজিও, সিভিল সোসাইটি গ্রুপ ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে শনিবার একই স্থানে 'শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম কথোপকথন' শীর্ষক আরেকটি সংলাপ অনুষ্ঠিত হয়। পরিবার ও সমাজে নবীণ-প্রবীণ প্রজন্মের দূরত্ব কমানো, মতবিরোধ নিরসন ও সমঝোতা প্রতিষ্ঠার পথ অনুসন্ধান ছিল আলোচনার মূল বিষয়।
দুটি সংলাপ পরিচালনা করেন আমরাই পারি জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক। সহ-সহায়ক ছিলেন মারুফিয়া নূর শিফা ও নাজমুস সাকিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহান, ডিপিএফ সভাপতি বাবুল সরদার, আইনজীবী মেহেরুন্নেছা, মহিলা পরিষদের নাদিরা আকরাম, শাপলা ফুলের রেহানা পারভীন লাকি, অগ্রযাত্রার আম্বিয়া খাতুন, তরুণ নেত্রী আজরিন আরবি নওরিন, রামপালের নারী নেত্রী ছবি রানী মণ্ডলসহ আরও অনেকে। শনিবার সেসনে উপস্থিত ছিলে রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম, এ সবুর রানা, সাংবাদিক মো. মেহেদী হাসান, সাদিয়া আফরোজ মিম, কাজী শাহানাজ মুন্নি প্রমুখ।
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও রাষ্ট্রীয় সেবায় অংশগ্রহণ নিশ্চিত করতে বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চার ইউনিয়নে “নাগরিক” প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে জিএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি জোটের সহযোগিতায়।
