কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
খুলনার রূপসা উপজেলা থেকে বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ কোস্ট গার্ড পশ্চিম জোন।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মোঃ মুনতাসির ইবনে মহসীন লেঃ কমান্ডার বিএন এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ নভেম্বর রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
উদ্ধারকৃত কচ্ছপ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
