Logo
table-post
মোংলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা ও কোরআন খতম
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

অসুস্থ্য বিএনপির বাতিঘর বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় খতমে কোরআন ও সদকা দিলেন মোংলা পৌর বিএনপি নেতা মোঃ জুলফিকার আলী। সকালে তার বাস বভনে হাফেজের মাধ্যমে খতমে কোরআর ও কয়েক ছাগল জবেহ করে গরিবের মাঝে বিলিয়ে দেন তিনি। এছাড়া গত দুই সপ্তাহ ব্যাপি বিভিন্ন মসজিদ মাদ্রাসা, গির্জা ও মন্দিরে গিয়ে মোংরা সহ দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন বিএনপি নেতা। 

পৌর পোর্ট বিএনপির সভাপতি মো: জুলফিকার আলী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়ার শারীরিক ভাবে সংকটাপন্ন অবস্থার রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমাদের নির্বাচনীয় সকল প্রচার-প্রচারনা বন্ধ রেখে আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি এবং তার সুস্থ্যতার জন্য মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এছাড়াও উপস্থিত সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহবান জানান তিনি।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। তার জীবনের বিনিময় সদকা সরুপ কয়েকটি ছাগল জবেহ করে গরিব, এতিমদের মাঝে বিতারণ করেণ বিএনপির এ নেতা।  

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেণ বাজার মসজিদের ইমাম মাওলানা তৈয়বুর রহমান। এসময় দলীয় নেতাকমীরা উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com