Logo
table-post
চিতলমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীর উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হোসাইন।

মিলাদ মাহফিলে রুনা গাজী বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহ তাকে সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুক। এ কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 

 

@bagerhat24.com