Logo
table-post
মহানবী (সাঃ) কে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ সমাবেশ
01/01/1970 12:00:00

এস এস সাগর
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার আহবায়ক ও চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান (পীর সাহেব)। বৃষ্টিতে ভিজে এই সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। 


বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বড়বাড়িয়া ফাজিল মাদ্রাসার মাওলানা ফরিদ আহম্মেদ, কলিগাতী মাদ্রসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, আড়ুয়াডিহি মাদ্রসার মুহতামিম মাওলানা কেরামত আলী, খেলাফত মজলিস বড়বাড়িয়া ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা আবু হুরায়রা, হিজলা ঈদ গা মাদ্রসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান, খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার সহ সভাপতি মুফতি আব্দুল বাসেদ, যুব মজলিসের মাওলানা আব্দুল হামিদ, রেজওয়ান বিন বাশার, মাওলানা আব্দুল আজিজ ও ছাত্র মজলিসের সভাপতি সাইফুল ইসলাম। 


সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্ব নবীর অপমান বরদাস্ত করা হবে না। ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ণ রানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিশ্বের মুসলিম সমাজের হৃদয়ে রক্ত ঝরিয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।’ বিক্ষোভ সমাবেশেরে সঞ্চালনে ছিলেন যুগ্ম-আহবায়ক মাওলানা হাবিবুর রহমান। 

@bagerhat24.com