Logo
table-post
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের রিমঝিম সিনেমা হল চত্বরে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী। ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। 

শপথ গ্রহণ করেন ইউনিয়নের সভাপতি মোঃ আঃ সালাম ব্যাপারী, সাধারণ সম্পাদক হাওলাদার মোঃ শহিদুল ইসলাম, সহসভাপতি আবুল বাশার ব্যাপারী, আবুল বাশার মৃধা, সহসাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মোঃ শহিদুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল গাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন রাজু, প্রচার সম্পাদক দুলাল মোল্লা, দপ্তর সম্পাদক শুক্কুর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেল্লাল শেখ, সদস্য সোহেল হাওলাদার, লিটন হাসান মোল্লা, মোঃ মিলন, এমরান হাওলাদার, খলিলুর রহমান ও মোঃ শাহআলম। 

অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ আঃ সালাম ব্যাপারী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাওলাদার মোঃ শহিদুল ইসলাম। 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের  সাবেক সহসভাপতি শেখ আঃ হালিম খোকন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদি হাসান মিঠু, সাবেক পৌর কাউন্সিলর মোঃ খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ রুস্তম আলী, বিএনপি নেত্রী শামীমা লাইজু,পৌর মহিলা দলের বেবী রহমান, দুলি সরদার,  পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন। 

অভিষেক অনুষ্ঠানে ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উত্থাপিত বিভিন্ন দাবী পূরণ ও সমস্যাদি সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি মোঃ জুলফিকার আলী। 

এদিকে অনুষ্ঠানের শেষভাগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার জন্য সকলের দোয়া চান। 

 

@bagerhat24.com