Logo
table-post
শরণখোলায় পানি ব্যবস্থাপনা উন্নয়নে আইডিই বাংলাদেশের মুল্যায়ন কমিটি গঠন
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা

শরণখোলা উপজেলায় বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় নবপল্লব প্রকল্পের আওতায় আইডিই বাংলাদেশের মুল্যায়ন কমিটি গঠন। সুন্দরবন উপকূলীয় এলাকা হওয়ায় শরণখোলা উপজেলার গ্রামগুলোতে বিশুদ্ধ খাবার পানির প্রবল সংকট। সেই সমস্যা নিরসনে নবপল্লব প্রকল্পের আওতায় আইডি বাংলাদেশের বাস্তবায়নে উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে বন্ধ থাকা বা নষ্ট হয়ে যাওয়া পানির বিভিন্ন উৎসগুলোকে চিহ্নিত করনে প্রাথমিক মুল্যায়ন কমিটি গঠিত হয়েছে। ২৬ নভেম্বর (বুধবার) সকাল ১১:০০ টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে পানির উৎস রক্ষা কর্মসভা শেষে এ কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস এম মেহেদী হাসান, আই'ডি'ই বাংলাদেশের ফিল্ড টিম লিডার মোঃ কামরুজ্জামান, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ জহিরুল ইসলাম, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজা, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক শহিদুল আলম লিটন, রুপান্তরের শরণখোলা প্রকল্প ম্যানেজার আমিরুল ইসলাম মিরু, উত্তরণের শরণখোলা এরিয়া ম্যানেজার নাজমিন নাহার, রায়েন্দা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাওসার আকন, ধানসাগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক শিকদারসহ শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ।

এ সময় শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এস এম মেহেদী হাসান বলেন, বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় নবপল্লব প্রকল্পের আওতায় আইডি বাংলাদেশ একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর তাদের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা ও তত্বাবধানের দায়িত্ব পালন করবে।

নবপল্লব প্রকল্পের ফিল্ড টিম লিডার মোঃ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ১৬ সদস্যের একটি মুল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামীকাল থেকে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার বিশুদ্ধ পানির নষ্ট হওয়া উৎগুলোকে চিহ্নিত করে রিপোর্ট পেশ করবে। পেশকৃত রিপোর্ট জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে প্রদান করে নবপল্লব প্রকল্প পানির উৎসগুলো রক্ষণাবেক্ষণে এবং পুনরায় চালু করতে কাজ শুরু করবে। যাতে এই এলাকার মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসন হবে।

 

@bagerhat24.com