রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণীসম্পদ চত্ত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।
প্রদর্শনীতে স্থানীয় খামারি, যুব উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা অংশ নেন। এতে গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, খামার প্রযুক্তি ও প্রাণিসম্পদ উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শনী স্থান পায়।
বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও খামারিরা উপস্থিত ছিলেন।
