Logo
table-post
বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে সনাকের মতবিনিময়
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাট সচেতন নাগরিক কমিটি (টিআইবি) এর নেতৃবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন এর এক সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসকের অফিস কক্ষে বুধবার (২৬ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।


শুরুতে নবাগত জেলা প্রশাসক মহোদয়কে সনাকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বাগেরহাটে টিআইবি ও সনাকের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।


জেলা প্রশাসক মহোদয় বলেন, দুর্নীতি আমাদের দেশে বড় সমস্যা। তিনি বাগেরহাটে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিকে সহনীয় মাত্রায় কমিয়ে আনতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কৃষি, আইসিটি, অবকাঠামোসহ যথাযথ নাগরিক সেবা নিশ্চিতে সনাক-সহ বাগেরহাটবাসী সকলের সহযোগীতা কামনা করেন।    


সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন, সনাক সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহ্ আলম টুকু, সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান, ফিরোজা নাসরিন ডলি, সদস্য অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু, বাবুল সরদার, অধ্যাপক খান সালেহ আহমেদ, অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ, অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, অসীমা ঘোষ, এফ, এম, মোস্তাফিজুল হক, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ প্রমুখ।

 

@bagerhat24.com