Logo
table-post
রামপালে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ; সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালের সোনাতুনিয়া গ্রামে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঘের মালিকেরা রামপাল থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাতুনিয়া গ্রামের আসাদুল ইসলাম মিলনের ২ একরের মৎস্যঘেরে গলদা ও কার্প জাতের মাছ চাষ করে আসছেন। ঘেরে তিনি লক্ষাধিক টাকার মাছের পোনা মজুদ করেন। গত ইংরেজি ২২ নভেম্বর শনিবার রাত অনুমান ৪ টার সময় অজ্ঞাত দুর্বৃতরা বিষ প্রয়োগ করে মাছ শিকার করে নিয়ে যায়। এরপরে পরদিন সকালে ঘেরে থাকা বাকি মাছ মরে পঁচে ভেসে ওঠে। এতে ঘের মালিকের আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়। মিলন জানান এ ঘটনায় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা ঘেরটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন। রামপাল থানায় এ ঘটনায় একটি জিডি করেছেন।

এর পূর্বে উপজেলার একই গ্রামে গত ১৮ নভেম্বর মঙ্গলবার রাত অনুমান ৯ টার সময় আবুল কালামের ছেলে মো. মাসুম বিল্লাহর একটি মৎস্যঘেরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। পরদিন ঘেরে থাকা বাকি মাছ মরে ভেসে ওঠে। এতে ঘের মালিক মাসুমের প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয় বলে তিনি রামপাল থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।

রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

 

 

@bagerhat24.com