কচুয়ায় মাদ্রাসায় গাঁজা সেবন: দুই জনকে কারাদন্ড
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
কচুয়ায় নূরজাহানপুর দাখিল মাদ্রাসার ভেতরে গাঁজা সেবন করার অপরাধে দুইজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে থানাপুলিশ।
পরে তাদের দুজনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম কে এম আবু নওশাদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ০৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২৫০০ টাকা করে জরিমানা করে জেলা কারাগারে প্রেরণ করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, মিজানুর রহমান রিদয় (২০) বাগেরহাট সদরের পোলঘাট এলাকার এনামুল কবির জয়নালের ছেলে ও ইয়ামিন শেখ (১৯) একই এলাকার মোস্তফার ছেলে। পল্লী বিদ্যুতের কাজের সুবাদে মাদ্রাসাটির বোর্ডিং এ তারা অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুঠো ফোনে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন, মাদক মুক্ত কচুয়া উপজেলা বিনির্মানে উপজেলা প্রশাসনের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। তিনি সকলেন সহযোগীতা কামনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা।