Logo
table-post
'কর্মমুখী শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব না' শিক্ষার মান উন্নয়ন জরুরি': ড. মো. ওবায়দুল ইসলাম
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

কর্মমুখী শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব না। গত ১৭ বছরে গুনগত শিক্ষা ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষকদের এক সমাবেশে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কর্মমুখী শিক্ষা নিশ্চিত হবে, দেশ উন্নত হবে।

শনিবার বেলা ১০ টার দিকে রওশন আরা স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে শিক্ষকদের অংশ গ্রহনে অনুষ্ঠিত 'শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ড. ওবায়দুল ইসলাম। 

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আরবি ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যাঞ্চেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর শামীম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ।

সভাপতিত্ব করেন রওশন আরা স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ। 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. মেহেদী হাসান ইয়াদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া ও জান্নাতুল ফেরদৌসী।

 

@bagerhat24.com