Logo
table-post
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শরণখোলায় বিএনপির জনসভা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র কাঠামে মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বাগেরহাট-৪ আসনে দলের নমিনেশন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। সভাপতিত্ব করেন খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত।


সভায় বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোল্লা ইসাহাক আলী, শরণখোলা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. মধু ও সাবেক যুগ্ম-আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী। সভাটি সঞ্চালনা করেন মাষ্টার মো. ইলিয়াস হোসেন। 

 

 

@bagerhat24.com