বাগেরহাটে বাসচাপায় এক অজ্ঞাত নারী নিহত
01/01/1970 12:00:00বাগেরহাটের খান জাহান আলী মাজার মোড় এলাকায় একটি বাসচাপায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা গামী বাসটি রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারীর বয়স প্রায় ৭০ বছর বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘাতক বাসটি পুলিশ আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
