Logo
table-post
বিএনপি নেতা ফরিদুল ইসলামের শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাট বিএনপি কার্যালয়ে এ সব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

ক্রীড়া সামগ্রী বিতরণ কালে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

তরুণ প্রজন্মের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আবহমান বাংলার চির ঐতিহ্য ফুটবল, হা-ডু-ডু, কাবাডিসহ মেয়েদের বৌ-চি, কানা মাছি প্রভৃতি খেলার মত জনপ্রিয় সব খেলা হারিয়ে যেতে বসেছে। এখন শিশুরা মরণঘাতি মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। অভিভাবকদের সচেতন হতে হবে। যাতে করে কোন শিশু মোবাইল আসক্ত না হয়। তাদের খেলাধুলায় উৎসাহীত করতে হবে বলে মত দেন এই নেতা।

 

@bagerhat24.com