জনবল ও ঔষধ সংকটে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের সেবা ব্যাহত
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক অধিপরামর্শ সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্টিত হয়েছে। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমাদ্দর। টিআইবি‘র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক বাবুল সরদার।
আন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক খান সালেহ আহমেদ, সদস্য অসীমা ঘোষ, সিনিয়র স্টাফ নার্স করিমুন্নেছা খানম, মাকসুদা আক্তার, শিরিনা আকতার, এসিজি সমন্বয়কারী ইসরাফিল সরদার, সহ-সমন্বয়কারী রেহেনা পারভীন, সদস্য মো: সাহেদ হাসান, হাফিজা খাতুন প্রমুখ।
সভায় জানানো হয়, মেডিকেল অফিসারের ৩২ টি পদের মধ্যে ২৪ টি শুন্য। বিশেষজ্ঞ চিকিৎসকের ২৪ জনের মধ্যে আছে মাত্র ১১ জন। অনুরূপ ঔষুধ সংকট চরমে। আবার অপরদিকে, রুগীর চাপ ধারণ ক্ষমতার ৪ গুন বেশী। ফলে কাঙ্খিত সেবা ব্যহত হচ্ছে।
বক্তারা বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান সার্বিক দিয়ে বৃদ্ধি পেলেও জনবল ও ঔষুধ সংকটে কাঙ্খিত সেবাপ্রদান ব্যাহত হচ্ছে। পরামর্শ সভায় চিকিৎসক সংকট দুরীকরণে পদক্ষেপ গ্রহণ; আউটডোর রোগীদের জন্য পর্যাপ্ত ঔষধ সরবরাহ; অভিযোগ বাক্স কাযকর করা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।
২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমদ্দার বলেন, জনবল সংকট থাকা স্বত্ত্বেও সেবাপ্রদান অব্যাহত আছে। দীর্ঘদিন যাবৎ চাহিদার তুলনায় ঔষধের সরবরাহ কমেছে। প্রতিদিন আশাতীত রোগী ও দর্শনাথীর ভিড় সামলাতে হয়। তারপরও প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের অপারেশন চালু আছে। আমরা সকলেই পজিটিভ পরিবর্তন চাই। সকলের সহযোগিতায় ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট এর সেবারমান আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
