Logo
table-post
ফকিরহাটে বিধবা নারীর একমাত্র গাভী চুরিতে বিপর্যস্ত জীবন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকায় অসহায় আখী রানী চন্দ (৩৬) নামের একজন বিধবা নারী’র দুধের তিন মাসের বাছুর রেখে একমাত্র গাভীটি চুরি করায় বিধবা নারী এখন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি উক্ত গ্রামের মৃতঃ মহাদেব দত্তের স্ত্রী ও দু’সস্তানের জননী। স্বামী মহাদেব দত্ত চার মাস আগে মারা যান। এঘটনায় অসহায় ঐ নারী ফকিরহাট মডেল থানায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

পারিবারিক সুত্র ও ভুক্তভোগী আখী রানী চন্দ জানান, গত চার মাস আগে তার স্বামী মহাদেব দত্ত দু’সন্তান ও তাকে রেখে মারা যান। এঅবস্থায় তিনি চরম অসহায় হয়ে পড়েন। পরিবারের সর্বশেষ সম্বল একমাত্র গাভী নিয়ে চলছিল তার অভাবেব সংসার। এমন সময় স্বামীর মূত্যুর একমাস পর তার একমাত্র গাভীটি একটি বাছুরের জন্ম দেয়। যা নিয়ে চলছিল তার সংসার। গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে তার বাড়ির পার্শ্বে  অর্থাৎ টাটা সার্ভিসিং সেন্টারের পিছনে বাঁধা গাভীটি ৪জন চোর একটি পিকাপে তুলে ফকিরহাটের দিকে নিয়ে চলে যায়। যা টাটা সার্ভিসিং সেন্টারের সিসিটিভির ফুটেজে দেখা গেছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকালের দিকে একটি পিকাপে করে চারজন অজ্ঞাত চোর এসে টাটা সার্ভিসিং সেন্টারের পয়েন্টে থামায়। এসময় চোরেরা গাভীটিকে চারজনে পিকাপে তুলে তিন মাসের বাছুরটি ধরায় জন্য ধাওয়া করছে। কিন্তু বাছুরটি কিছুতেই ধরা দিচ্ছে না। এঅবস্থায় চোরেরা দুধের বাছুরটি রেখে গাভীটিকে নিয়ে পালিয়ে যায়। একমাত্র সম্বল হারিয়ে বিধবা ঐ নারী দুধের বাছুরটি নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। 

প্রকাশ্যে দিনদুপুরে পিকাপে করে গাভীটি চুরি হওয়ায় স্থানীয় গরু চাষীরা আতংকিত হয়ে পড়েছেন। এর কয়েকদিন আগে একই এলাকায় তাপস মিত্রের ১টি গাভীন গরু, বিষ্ণু অধিকারী’র ১টি, পিলজংগের মমিন উদ্দিনের ১টি গাভী, জাড়িয়া বরুইডাঙ্গা এলাকার আবুল বাসার বিশ্বাসের এর দুটি গরু, বছির বিশ্বাসের দুটি গরু ও টাউন নওয়াপাড়া জুট মিলের সামনের ভ্যান চালক মহাসিন এর গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি হয়েছে। যা নিয়ে কেউ কেউ থানায় লিখিত অভিযোগ করেছেন। 

 

 

@bagerhat24.com