Logo
table-post
আজ আয়ানের শুভ জন্মদিন
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা পৌর যুবদল নেতা ও সাবেক ছাত্রদল নেতা মুহাম্মাদ আল মামুনের একমাত্র পুত্র মোঃ আরবিন আয়ানের আজ (১৭ নভেম্বর) শুভ জন্মদিন। দিনটি ঘরোয়া পরিবেশে কেক কেটে উদযাপন করা হয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে। 

আয়ান মোংলা সেন্ট পলস স্কুলের শিশু শ্রেনীর মেধাবী ছাত্র। জন্মদিন উপলক্ষে আয়ান তার  সহপাঠীদের চকলেট  উপহার দিয়ে আন্দনঘন মুহুর্তের সময় কাটায় স্কুল ছুটির পরে। 

জন্মদিন উপলক্ষে  তার বাবা  আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন,“বাবা তুমি যেদিন জন্মেছিলে, সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেছো। আল্লাহর কাছে দোয়া করি, তোমাকে নিয়ে আমাদের স্বপ্নগুলো একদিন পূরণ হোক। জীবনে মানুষের কল্যানে এগিয়ে যাবে।  তুমি সফল হও, এই কামনাই করি।”

জন্মদিনের  আয়ানের  বাবা - মা  সকলের নিকট দোয়া চেয়েছেন, যেন তাঁর ছেলে বড় হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে এবং ভবিষ্যতে দেশের সেবায় নিয়োজিত হতে পারে।

এছাড়াও জন্মদিনে সাংবাদিক মাসুদ রানা ( রেজা মাসুদ) দাদা, দাদি, নানা নানী,  মামা মামি, চাচা চাচি সহ সকলে শুভেচ্ছা বার্তা সহ দোয়া চেয়েছেন।

 

@bagerhat24.com