Logo
table-post
ফকিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী  বাপ্পি দে’র পরোলোকগমন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট বাজারের মেসার্স বাপ্পি স্টোরের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী অনুপ কুমার দে বাপ্পি (৫২) পরোলোক গমন করেছেন। তিনি শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটের সময় ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে সুচন্দা দে (১৫) ও সঙ্গিতা দে (৮) সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত সদানন্দ দে (নারায়ণ মাষ্টার) এর ছেলে।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনন্দ কুমার দে জানান, তার বড় ভাই বাপ্পি দে অসুস্থতাজনিত কারনে তাকে দ্রæত ঢাকা একটি বেসরকারী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। এদিন বিকেলে ফকিরহাট মহাশশ্মানে তাঁর শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়। 
 

@bagerhat24.com