সুযোগ পেলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবো: জুলফিকার আলী
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোংলা পৌরসভা সভাপতি ও সাবেক পৌর মেয়র, পাশাপাশি মোংলা-রামপাল সংসদীয় আসনের মনোনয়নপ্রার্থী মো. জুলফিকার আলী বলেছেন, “দল আমাকে মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে ফয়লা বিমানবন্দর চালু করা, মোংলা বন্দরের আধুনিকীকরণ এবং সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব। আমার ব্যক্তিগতভাবে কোনো চাওয়া-পাওয়ার নেই। রাজনীতির মাধ্যমে আমার কোনো লাভের লক্ষ্য নেই। আমি আপনাদের সেবক হয়ে আপনারাই মাঝে থাকতে চাই।”
শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের এই ১৭ বছরের আন্দোলন তখনই সার্থক হবে, যখন আপনারা নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারবেন। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের নেতৃত্ব তুলে দিতে পারলেই আমাদের দীর্ঘদিনের আন্দোলন সার্থক ও সফল হবে।
আগামী রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যাতে মানুষ বুঝতে পারে বিএনপি আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালনা করবে। কীভাবে বিএনপি গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে? কীভাবে মানুষের মৌলিক অধিকার ও ঘরে ঘরে ছেলে-মেয়েদের শিক্ষিত করে এই সমাজে আলো জ্বালাব, তা তুলে ধরতে হবে।
আমি রাজনীতিতে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে মানুষকে আলো জ্বালাতে। আমার লক্ষ্য একটি শিক্ষিত সমাজ গড়ে মোংলাকে আধুনিক ও সমৃদ্ধিশালী উপজেলা হিসেবে গড়ে তোলা।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হয়।
পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামরুল ইসলাম'র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন ও শফিকুল ইসলাম শান্ত'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম, এ, সালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. বাবলু ভুঁইয়া, বিএনপি নেতা সালাম ব্যাপারী, পৌর মহিলা দলের নেত্রী বেবি রহমান, দুলি সরদার, তাসলিমা, মনি বেগমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
