Logo
table-post
ফকিরহাটের পিলজংগে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার পিলজংগ ইউনিয়নের সাধের সাধুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমশেদ শেখ (৬২) উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, জমশেদ শেখ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে পিলজংগের বালাই ঘোষের দোকান নামক বাজারে পান-সুপারি বিক্রি করে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি সাধের সাধুর বটতলা এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি পরিবহন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে ঘটনাস্থলে নিহত হন।

 নিহতের ভাই ইমরান শেখ জানান, জমশেদ শেখ সকালে বালাই ঘোষের দোকান নামক বাজারে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনাটি তিনি অবগত না। তবে বিষয়টি তিনি দেখছেন বলে এ কর্মকর্তা জানান। 
 

@bagerhat24.com