Logo
table-post
বাগেরহাটে ৪ টি আসন বহাল করায় সাউথখালী ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে বাগেরহাটের আসন আগের মতো চারটিই থাকবে। গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেয়া হবে না এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে আসনসংখ্যা চার থেকে তিনে কমানোর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
 
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। পরবর্তীতে ১০ নভেম্বর সোমবার উচ্চ আদালত থেকে বাগেরহাটে ৪ টি আসন বৈধ ঘোষনা করা হয়। এতে অবহেলিত শরণখোলা উপজেলায় উৎসবের আমেজ দেখা দেয়। বাগেরহাট - ০৪ আসন ফিরে পাওয়ায় আনন্দ মিছিল করেছে সাউথখালী ইউনিয়ন বিএনপি। সোমবার সন্ধ্যায় ইউনিয়নে প্রাণকেন্দ্র তাফালবাড়ী বাজারে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটনের নেতৃত্বে বিশাল এক মিছিল বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, আমাদের শরণখোলাবাসীর ন্যায্য দাবি ছিল বাগেরহাট ০৪ আসন ফিরে পাওয়া। আসনটি পুনর্বহাল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ০৪ আসনে দেশনায়ক তারকে রহমান যাকেই যোগ্য মনে করবে আমরা তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবো। 

এ সময় উপস্থিত ছিলেন, সাউথখালী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাউথখালী ইউনিয়ন বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান মৃধা, উত্তর দক্ষিণ তাফালবাড়ী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন মুন্সি, উত্তর সাউথখালী ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাসির মুন্সি, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, রায়েন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক মাতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান সহ সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

@bagerhat24.com