ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি নেতা জুয়েলের পিতার ইন্তেকাল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েলের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজসেবক হাওলাদার মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। সোমবার (১০ নভেম্বর) ভোর ৪টায় ২০মিনিটে তিনি টাউন নওয়াপাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মূত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২পুত্র ১কন্যা ও স্ত্রী সহ অসংখ্যা আত্নীয়স্বজন রেখে গেছেন। একইদিন বিকেলে বৈলতলী সালেহ কমপ্লেক্স ময়দানে মরহুমের জানাযা’র নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা’র নামাজ পড়ান মাওলানা মোহম্মদ আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্বপাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, সাবেক সদস্য সচিব ফরহাদ হোসেন মোড়ল, উপজেলা বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, বীর মুক্তিযোদ্ধা হাওলাদার লুকমান হোসেন, বিএনপি নেতা এমএ আওয়াল, সরদার বিল্লাল হোসেন, সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, মোস্তফা কামাল হারুন, মিরাজুল ইসলাম, শেখ আলীবুদ্দিন, আবু সুফিয়ান, আব্দুল বারিক মোড়ল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। পরে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
