রামপালে সড়ক দুর্ঘটনা রোধে জামায়াতে ইসলামীর মানববন্ধন
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা থেকে তাজাপ্রাণ রক্ষায় খুলনা-মোংলা মহাসড়কে অতিদ্রুত ছয় লেনের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপাল শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাইয়ের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন, রামপাল সদর ইউনিয়ন সেক্রেটারি মো. শেরোয়ান শেখ, রামপালের সাবেক শিবির সভাপতি হাসান আল বান্না নোমান।
এ সময় উপস্থিত ছিলেন, ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ শরীফ মো. আ. কাদির, উপজেলা অফিস সেক্রেটারি আকবর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারী আল হাফিজ সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিদিনই খুলনা-মোংলা মহাসড়কে তাজা প্রাণ ঝরছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই। ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেপরোয়া গতিতে যান চলাচল করছে।
বিশেষ করে নৌবাহিনীর ও কোস্ট গার্ডের গাড়িগুলি বেপরোয়া ভাবে চলাচল করে। সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের কোন কার্যক্রম দেখা যায় না। তারা সড়কে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বৃদ্ধিসহ অবিলম্বে এই ব্যাস্ততম সড়কটি ছয় লেনে উন্নীত করার দাবী করেন। অন্যথায় ছয় লেন বাস্তবায়নে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা হুসিয়ারি দেন।
