ফকিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর ৫০তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় ডাক বাংলো মোড়ে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশাল একটি বর্ণাঢ্য র্যালী ডাকবাংলো মোড় থেকে শুরু করে তা কাঠালতলা মোড় হয়ে ফকিরহাট বাজার ঘুরে পুনঃরায় ডাকবাংলো মোড়ে গিয়ে শেষ হয়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা মোঃ ইফতেখার আহম্মেদ পলাশ। এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা প্রভাষক মোফাশে^র হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ।
বিএনপি নেতা আলমগীর কবির এর সঞ্চালণায় এতে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা মোড়ল সাইফুল ইসলাম, আফজাল হোসেন, মোঃ খায়রুজ্জামান, আবু সুফিয়ান, বারিক মোড়ল, আঃ হাই ফারাজী, শেখ শরিফুল ইসলাম, এসএম আকরাম হোসেন, এ্যাডঃ মাসুম বিল্লাহ, মিজানুর রহমান, রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক সরদার শরিফ হোসেন, সোহেলুর রহমান, ছাত্রদল নেতা রবি ফকির, সাবিতুল ইসলাম সাগর, আসাদুজ্জামান পলাশ ও সবুজ হাসান প্রমুখ।
