Logo
table-post
রামপালে খেজুরমহল যুব উন্নয়ন সংস্থা'র কমিটি গঠন
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালে 'খেজুরমহল যুব উন্নয়ন সংস্থা' নামে একটি সামাজিক সংগঠনের কমিটি করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) রাতে উপজেলার খেজুরমহল মোড়ে সর্বসম্মতভাবে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অথিতির বক্তব্য দেন, রামপাল উপজেলা তাঁতী দলের সভাপতি সরদার বাকিবিল্লাহ সহ নেতৃবৃন্দ। তিনি নবগঠিত কমিটির পথ চলার শুভ উদ্বোধন করেন।  কমিটিতে সভাপতি নির্বাচন করা হয় ইসরাফিল হোসেন বাবুকে। 

সহসভাপতি হয়েছেন শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন ওলিয়ার রহমান। সহসাধারণ সম্পাদক হয়েছেন শেখ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন খান রবিউল আউয়াল বাবু, অর্থ সম্পাদক হয়েছেন শেখ রাসেল, সদস্যরা হলেন যথাক্রমে শেখ সাগর, শেখ মুন্না, শেখ পারভেজ, শেখ আব্দুল্লাহ, তরফদার রনি, শেখ আকবর, তরফদার মাসুদ, হাওলাদার হাসান, শেখ রবি, শেখ বাদল ও শেখ রকিব। 

সংগঠনটি মাদকমুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তোলা, যুবদের জন্য আত্মকর্ম সংস্থানের ব্যাবস্থা করা, শিক্ষা, স্বাস্থ্য ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সকল প্রকার গণমুখী কার্যক্রম করার অঙ্গিকার করেন নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।

@bagerhat24.com