Logo
table-post
চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসার ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারী দারুল উলুম মাদ্রাসার ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৯ ও ১০ নভেম্বর (রবি ও সোমবার) অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন যশোর রেলস্টেশন মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এ ছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দো’জাহানের অশেষ নেকী হাসিলের জন্য দারুল উলুম চিতলমারী মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব মাওলানা আঃ রহমান আহŸান জানিয়েছেন।


শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় দারুল উলুম চিতলমারী মাদ্রাসার মুহ্তামিম আলহাজ্ব মাওলানা আঃ রহমান বলেন, ‘দেশের অন্যতম খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চিতলমারী মাদ্রাসা। মাদ্রাসাটি শেরে বাংলা একে ফজলুল হকের ফুফু সামছুন্নেছা চৌধুরানীর ওয়াকফকৃত এস্টেটের উপর প্রতিষ্ঠিত। প্রতি বছর মাহফিলে তাঁদের ও পরিবারের জন্য দোয়া-খায়ের করা হয়। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ওয়াজ শুনতে আসেন। মহিলাদের পর্দাসহ ওয়াজ শোনার ব্যবস্থা আছে। আমাদের ছাত্র ও স্থানীয়রা স্বেচ্ছাসেবক হিসেবে সর্বদা নিয়োজিত থাকে।’ 

@bagerhat24.com