কচুয়ায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা
01/01/1970 12:00:00শুভংকর দাস বাচ্চু,কচুয়া
বাগেরহাট-৩,মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনের বাঁধাল বাজারে নির্বাচনী গণসংযোগ করেন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, বাধাল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার মোল্লা, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিগত দিনে কাজী খায়রুজ্জামান শিপন দলের দু:সময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। বিগত দুইবার ধানের শীষ প্রতিক পেয়েছেন। এবারও ধানের শীষ প্রতিক পাবেন বলে আশাবাদি। দেশে একটি মহল ষড়যন্ত্র করছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহবান জানান।
