Logo
table-post
ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুরে ছাঁদে বিদ্যৎ স্পৃষ্ট হয়ে নিচেই পড়ে গিয়ে মোঃ আলাউদ্দিন শেখ (২৬) নামের একজন নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জাড়িয়া বারুইডাঙ্গার মোড়লপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন শেখ উক্ত গ্রামের আব্দুল হালিম শেখ এর পুত্র। 

পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় মোঃ আলাউদ্দিন শেখ ও কামরুল শেখ সহ তিন জন শ্রমিক পার্শবর্তী শেরআলীর বাড়ির ছাঁদে শ্রমিকের কাজ করছিল। বৃহস্পতিবার তাদের ছাঁদে ঢালাই দেওয়ার কথা থাকায় তারা আগে ভাগে ঐ ছাঁদে কিছু জরুরী কাজ করছিল। 

এসময় অসাবধানতাবশত ঢালাই মেশিনের তার গিয়ে বিদ্যুৎ লাইনের তারের উপর পড়ে সংযোগ হয়ে তিনি ছাদের উপর দিয়ে নিচে পড়ে গিয়ে ঘটনা স্থলেই মারা যান। অন্য দু’জন শ্রমিক দুরে থাকায় তারা প্রাণে বেঁচে যান। 

ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। নিহত নির্মাণ শ্রমিক আলাউদ্দিনের ১টি পুত্র, ২টি কন্যা ও ১স্ত্রী রয়েছে। এঘটনায় এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 
 

@bagerhat24.com