ফকিরহাটের শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় চত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় ফকিরহাট উজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ও জেলা যুবদলের সাবেক সদস্য মীর মোশারেফ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্ভোধন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য শেখ সালাউদ্দিন লিটু, পিলজংগ ইউনিয়ন যুবদল নেতা মোঃ মুজাহিদুর রহমান সুমন, ঢালী শাহনেওয়াজ বাবু, ওয়ার্ড যুবদল নেতা মোঃ আবুল বাশার, মোঃ ইমরান হোসেন, মোঃ সুমন শেখ, রুবেল শেখ, আল আমীন ভুইয়া, মোঃ আবুল বাসার মোড়ল ও বাদশা শেখ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
