Logo
table-post
ফকিরহাটে সাংবাদিক হাফিজুর  রহমানের মায়ের ইন্তেকাল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে সাংবাদিক সরদার হাফিজুর রহমানের মাতা রোমেছা বেগম (৫৫) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত ইসলাম সরদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন দুপুর ২টায় মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। 


বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে দৈনিক যশোর বার্তা পত্রিকার ফকিরহাট প্রতিনিধি সরদার হাফিজুর রহমান। এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের বাড়িতে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।  
 

@bagerhat24.com